web counter

অনুশীলন শুরু করলেন আশরাফুল

পরিকল্পনা ছিলো গরমের ছুটি কাটাতে সুইজারল্যান্ড যাওয়ার। সব কিছু প্রস্তুতও করে ফেলেছিলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু ডাক পড়লো পুরোনো গুরু ওয়াহিদুল হক গনির। নিজের একাডেমি অঙ্কুরে আশরাফুলকে অনুশীলনে ডেকেছেন তিনি। ব্যস, সুইজারল্যান্ডের শীতলতায় প্রাণ জুড়ানোর কথা ভুলেই গেলেন তিনি। ক্রিকেট খেলার অনুমতি আরো অন্তত চার মাস অপেক্ষা করতে হবে আশরাফুলকে। তার আগে অনুশীলন শুরু করে দিলেন গতকাল থেকে।

ashraful-started-practice-to-return-again

আশরাফুল সংবাদ মাধ্যমকে বলেন, ‘ওয়াহিদুল স্যার হঠাৎ ফোন করে বললেন, অনুশীলনে চলে আয়। অনেক দিন ক্রিকেটের বাইরে। আয় দেখি তোর বেসিক ঠিকঠাক আছে কিনা। এ ছাড়া তুই এখানে এলে একাডেমির ছেলেরাও অনুপ্রাণিত হবে।’ জানা গেছে, আপাতত অনুশীলনেই মগ্ন থাকবেন সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরি করার রেকর্ডধারী এই ক্রিকেটার।

মোহাম্মদ আশরাফুলের ক্রিকেটে হাতেখড়ি হয়েছিলো এই গনি স্যারের মাধ্যমেই। ফলে তার অনুরোধ ফেলতে পারেননি আশরাফুল। ফেলা তো দূরের কথা, তিনি বরং ছুটেই চলে গেছেন গুরুর কাছে। অতীত ভুলে শুরু করে দিয়েছেন ক্রিকেটে ফেরার আনুষ্ঠানিক যুদ্ধ।

বিপিএলে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির কারণে আশরাফুলের মাথায় এখনো নিষেধাজ্ঞা খড়গ। তার ফিরতে এখনো অন্তত আগস্ট মাসের ১৬ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আশরাফুলের ইচ্ছে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রিকেট লিগের মাধ্যমে প্রতিযোগিতামূল ক্রিকেটে ফেরা।

আশরাফুল সংবাদ মাধ্যমকে বলেন, ‘ওয়াহিদুল স্যার হঠাৎ ফোন করে বললেন, অনুশীলনে চলে আয়। অনেক দিন ক্রিকেটের বাইরে। আয় দেখি তোর বেসিক ঠিকঠাক আছে কিনা। এ ছাড়া তুই এখানে এলে একাডেমির ছেলেরাও অনুপ্রাণিত হবে।’ জানা গেছে, আপাতত অনুশীলনেই মগ্ন থাকবেন সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরি করার রেকর্ডধারী এই ক্রিকেটার।

মোহাম্মদ আশরাফুলের ক্রিকেটে হাতেখড়ি হয়েছিলো এই গনি স্যারের মাধ্যমেই। ফলে তার অনুরোধ ফেলতে পারেননি আশরাফুল। ফেলা তো দূরের কথা, তিনি বরং ছুটেই চলে গেছেন গুরুর কাছে। অতীত ভুলে শুরু করে দিয়েছেন ক্রিকেটে ফেরার আনুষ্ঠানিক যুদ্ধ।

বিপিএলে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির কারণে আশরাফুলের মাথায় এখনো নিষেধাজ্ঞা খড়গ। তার ফিরতে এখনো অন্তত আগস্ট মাসের ১৬ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আশরাফুলের ইচ্ছে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রিকেট লিগের মাধ্যমে প্রতিযোগিতামূল ক্রিকেটে ফেরা।আশরাফুল সংবাদ মাধ্যমকে বলেন, ‘ওয়াহিদুল স্যার হঠাৎ ফোন করে বললেন, অনুশীলনে চলে আয়। অনেক দিন ক্রিকেটের বাইরে। আয় দেখি তোর বেসিক ঠিকঠাক আছে কিনা। এ ছাড়া তুই এখানে এলে একাডেমির ছেলেরাও অনুপ্রাণিত হবে।’ জানা গেছে, আপাতত অনুশীলনেই মগ্ন থাকবেন সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরি করার রেকর্ডধারী এই ক্রিকেটার। মোহাম্মদ আশরাফুলের ক্রিকেটে হাতেখড়ি হয়েছিলো এই গনি স্যারের মাধ্যমেই। ফলে তার অনুরোধ ফেলতে পারেননি আশরাফুল। ফেলা তো দূরের কথা, তিনি বরং ছুটেই চলে গেছেন গুরুর কাছে। অতীত ভুলে শুরু করে দিয়েছেন ক্রিকেটে ফেরার আনুষ্ঠানিক যুদ্ধ। বিপিএলে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির কারণে আশরাফুলের মাথায় এখনো নিষেধাজ্ঞা খড়গ। তার ফিরতে এখনো অন্তত আগস্ট মাসের ১৬ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আশরাফুলের ইচ্ছে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রিকেট লিগের মাধ্যমে প্রতিযোগিতামূল ক্রিকেটে ফেরা।

About munna

Leave a Reply